স্টাফ রিপোর্টার:-
আইডিয়াল গার্লস হাই স্কুল (নন এমপিও ভুক্ত) গ্রাম ও ডাক:-সৈয়দপুর, উপজেলা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ এর জন্য দপ্তরী ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন, বিএসসি (গণিত) শিক্ষক ১জন এবং নবম-দশম শ্রেনীতে ইংরেজী পড়াইতে সক্ষম (স্নাতক) শিক্ষক ১জন আবশ্যক।
শিক্ষক পদে মহিলা অগ্রাধিকার। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ১কপি, পূর্ন জীবন বৃত্তান্ত ও সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ আগামী ৩১ আগষ্ট ২০২১ইং তারিখ-এর মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দরখাস্থ আহবান করা যাচ্ছে।
প্রধান শিক্ষক
মোবা:-০১৭১৫-০০৩০৭০