স্টাফ রিপোর্টার:-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ২জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিঞ্চন আহমেদ ও সিনিয়র এএসপি মো: আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে শাল্লা থানার মামলা নং- ০৮ তাং- ১৫/০৮/২১ ইং, জি আর নং-৮১/১৯, ধারা:- ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৩৮০/৪১১/৪২৭/৫০৬(২)/১১৪ দ: বি: মূলে
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুনামগঞ্জ জেলার শাল্লা থানার ফয়জুল্লাপুর গ্রামের শামছু মিয়ার ছেলে সাদ্দাম (২৮), শাওন (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।