স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামের হাজি বাড়ির বাসিন্দা মরহুম হাজি আলা মিয়ার সন্তান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষকানুরাগী লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, হাজি রফিক মিয়া তিনি তার পিতার নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হাজি আলা মিয়া ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের গাগলাজুর গ্রামে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে দেড় শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
হাজী আলা মিয়া ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক মিয়ার অর্থায়নে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক মো: ইউনুছ মিয়ার সার্বিক তত্ত¡াবধানে এই খাদ্য বিতরণ করা হয়।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গাগলাজুর গ্রামের নতুন বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর এলাকার কৃতি সন্তান হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিক্ষানুরাগী মো: ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও অনলাইন টিভি জেপি টিভির চেয়ারম্যান সাংবাদিক শাহ মো: আব্দুল কাহারের পরিচালনায়
বক্তব্য রাখেন জামিয়া দারুল কুরআন সিলেট-এর শিক্ষক মুফতি শামসুল ইসলাম, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা সেবিনা বেগম, সমাজসেবক ডাক্টার শফিক মিয়া, সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, সমাজসেবক মো: আব্দুল লতিফ, মো: আবু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন দীর্ঘ দেড়যুগ ধরে শিক্ষা, সমাজসেবা ও আর্ত মানবতার কল্যাণে অনন্য অবদান রাখছেন হাজি আলা মিয়া ট্রাস্ট। বক্তারা ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ সমাজসেবক হাজি রফিক মিয়ার মহতী কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। এছাড়াও ট্রাস্টের বাংলাদেশের প্রতিটি কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করায় ট্রাস্টের সাধারন সম্পাদক মো: ইফনুছ মিয়ার প্রতি অভিনন্দন জানান।
মরহুম হাজি আলা মিয়াসহ সকল মর্দেগানদের রুহের মাগফেরাত এবং ট্রাস্টের সভাপতি হাজি রফিক মিয়াসহ পরিবার ও স্বজনদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ট্রাস্টের সাধারন সম্পাদক মো: ইউনুছ মিয়ার তত্ত¡াবধানে এলাকার দেড় শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের বিপুল পরিমাণের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
প্রসঙ্গত, প্রতিটি দুর্যোগময় মুহুর্তে এবং ধর্মীয় উৎসব ছাড়াও নিজ এলাকা লুদরপুর গ্রাম সহ জগন্নাথপুর ও ছাতক উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার অজোপাড়া গায়ের অসহায় দরিদ্র ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের কল্যাণে ২০০৫সাল থেকে আর্ত মানবতার কল্যাণে কাজ করে আসছে হাজি আলা মিয়া ট্রাস্ট।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, হাজি রফিক মিয়া তিনি তার পিতার নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হাজি আলা মিয়া ট্রাস্ট ছাড়াও তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, মাদরাসায় কক্ষ নির্মাণ, মসজিদ-মাদরাসায় অনুদান প্রদান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং এলাকার কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে খেলাধূলা সামগ্রী প্রদান এবং পুরস্কার বিতরণ, এলাকার জনগুরুত্বপূর্ন স্থানে লাইটিং সুবিধা সহ শিক্ষা, সামাজিক উন্নয়নে অনন্য অবদান অব্যাহত রয়েছে।
মানবিক এসব কার্যক্রমের ফলে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক মিয়া। ট্রাস্টের সাধারন সম্পাদক ইউনুছ মিয়া জানান, পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে ট্রাস্টের উদ্যোগে এবং ট্রাস্টের সভাপতি হাজি রফিক মিয়ার অর্থায়নে জগন্নাথপুর পৌর শহরের লুদরপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের চার শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী এবং নতুন জামা-কাপড় ক্রয়ে নগদ তিন লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
ছাতক উপজেলার গাগলাজুর গ্রামে দেড় শতাধিক পরিবারসহ মোট সাড়ে পাঁচশত গরীব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জ.টুডে/ মো: আব্দুল হাই