স্টাফ রিপোর্ট ঃ পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে জুন মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আজ মঙ্গলবার( ১১জুলাই ) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এই পুরষ্কার প্রদান করেন।
এ নিয়ে অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ তিনবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মশিউর রহমান ও
মৌলভীবাজার সদর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) রতন কুমার হাওলদার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।
এবং ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কদর আলীকে গ্রেফতার করায় মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমেদকে পুরস্কৃত করা হয়।
পুলিশ সুপার শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্হিত ছিলেন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী তার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে। শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন তিনি। জটুডে /এহাই