জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট সুয়াইব আহমদ যুক্তরাজ্যে কৃতিত্বের সাথে মাস্টার্স অব ‘ল ( এল এল এম) ডিগ্রী অর্জন করেছেন।
ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথ থেকে তিনি এই ডিগ্রী অর্জন করেন।
সেমবার( ২৪ জুলাই) ইউনিভার্সিটি হলে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিভার্সিটি চ্যান্সেলর তার হাতে সার্টিফিকেট তুলে দেন।
অ্যাডভোকেট সুয়াইব আহমদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলীয়া গ্রামের মরহুম আলহাজ্ব হরমুজ আলী মাস্টারের ছোট ছেলে। এবং যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যাবসায়ী আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ছালেহ আহমদ , জগন্নাথপুর উপজেলা যুবলীগের অন্যতম নেতা আলী আহমদ এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদের কনিষ্ঠ ভাই অ্যাডভোকেট সুয়াইব আহমদ।
তার এই সফলতায় পরিবার, বিশ্ববিদ্যালয়ের ওশিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা এবং সর্বোপরী তার সহধর্মিনী ডাক্তার সোহাদা বেগমের অনুপ্রেরণা কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন ।
অ্যাডভোকেট সুয়াইব আহমদ যুক্তরাজ্যে আসার পূর্বে সিলেট জজ কোর্টে তরুণ আইনজীবী হিসেবে ব্যাপক স্বনাম অর্জন করেন।
আগামীতে তিনি ব্যারিস্টারী কোর্স সম্পন্ন করার ইচ্ছে আছে জানিয়ে দেশ ও প্রবাসে সকল মহলের দোয়া কামনা করেছেন ।
জটুডে/ এহাই