স্টাফ রিপোর্ট ঃ মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনর রশীদ ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জুলাই মাসে মৌলভীবাজার জেলার
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই)
মোঃ ইমতিয়াজ সরকার।
জেলার শ্রেষ্ঠ সহকারী উপ- পরিদর্শক ( এএসআই) নির্বাচিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার উপ- পরিদর্শক (এএসআই)-মোঃ মাহবুবুল আলম।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
অপরাধ সভায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
অফিসার_ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের প্রাপ্তি।
তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।
জটুডে /এহাই