স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আগামী ৩০ এবং ৩১ আগষ্ট জগন্নাথপুরে আসছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
মন্ত্রী ৩০ আগষ্ট সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
ঐদিন সকাল সাড়ে ১১ টায় আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এবং দুপুর ১২ টায় পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এছাড়াও আগামী ৩১ আগষ্ট সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে অক্সফোর্ড একাডেমি আইএলটিএস কোচিং উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
সকাল ১১টায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান শ্রীরামসি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে, শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শ্রীরামসি গণহত্যা দিবসের আলোচনা সভায় যোগদান করবেন।
মন্ত্রী ঐদিন সকাল সাড়ে ১১টায় শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এবং দুপুর ১২ টায় মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
মন্ত্রী ঐদিন দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলার আলীপুর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এদিকে আগামী ২৯,৩০ ও ৩১ আগষ্ট শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যেগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
জটুডে/ এহাই