স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমানের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে বিকেল তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমিতির সভাপতি হলিয়ারপাড়া মাদরাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা মঈনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দপুর সৈয়দিয়া মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন -মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেছুর রহমান একজন দায়িত্ব পরায়ণ, কর্মনিষ্ঠ ও বিশ্বস্থ কর্মকর্তা ছিলেন। কর্মস্পৃহার মাধ্যমে তিনি জগন্নাথপুরের শিক্ষা পরিবারে ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
আমার দীর্ঘ দুই বছরে কাছ থেকে দেখা একজন কর্তব্য পরায়ণ অফিসার ছিলেন তিনি। তাঁর অবসরকালীন জীবন যেন সূখময় ও শান্তিময় হয়, মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাব্বির আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাদরাসা শিক্ষক সমিতির সহ -সভাপতি মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অর্থ সম্পাদক মাওলানা আমির আলী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা আজমল হোসাইন জামী, মোঃ আনোয়ারুল হক প্রমূখ।
পরে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন সমিতি নেতৃবৃন্দ।
জটুডে /এহাই