স্টাফ রিপোর্ট ঃ ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনি মুসলিম নারী শিশু সহ সর্বস্তরের মুসলমানদের উপর নির্বিচারে বোমা ও গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন, আধুয়া, কড়িয়াইন ও মিরপুর সহ সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে এবং আইয়ুব আলী, আমানুর রহমান, মোঃ শানুর আলী, মোঃ রুয়েল মিয়া, নুমান আহমদ ও আব্দুল গাফফারের সার্বিক সহযোগিতায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৩ টায় এলাকার পাড়া মহল্লা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি মিরপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হামিদুল হক রাহমানীর সভাপতিত্বে ও মাওলানা তারেক আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সুবহান, মাওলানা আবুল খয়ের, হাজী আলাউদ্দিন, আফতাব আলী, আলী হোসেন মোঃ আলী আহমদ সহ আরো অনেকে ।
সমাবেশে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মুফতি হামিদুল হক রাহমানী বলেন ইজরাইলের এই বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদ করে তা বন্ধের আহ্বান জানান,এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বের সকল মুসলমানকে তাদের সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরো বলেন ইজরাঈলের পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক চাপে ফেলার জন্য ধর্ম প্রাণ মুসলামানদের প্রতি অনুরোধ জানান।
পরে ফিলিস্তিনের মুসলমানদের শান্তি ও ফিলিস্তিনের নিহতদের শাহাদাতের মর্যাদা কামনা ও আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্যের আকুতি জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হামিদুল হক রাহমানী।
জটুডে /এহাই