মোঃ আব্দুল হাই ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।নির্বাচনের রিটার্নিং অফিসার ছাড়াও নির্বাচনী আসনের সহকারী রিটার্নিং অফিসার স্বস্ব উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।এর মধ্যে সুনামগঞ্জ- ১আসনে ০৯ জন,সুনামগঞ্জ ২ আসনে ০৬ জন,সুনামগঞ্জ ৩ আসনে ০৬ জন,সুনামগঞ্জ ৪ আসনে ০৮ জন সুনামগঞ্জ ০৫ আসনে ১২ জন মোট ৪১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীগন হলেন
২২৪- সুনামগঞ্জ ১ আসন তাহিরপুর,জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর আসনে জাহানুর রশিদ (গণফ্রন্ট) বর্তমান সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন(সতন্ত্র) সেলিম আহমদ(সতন্ত্র)রনজিত দাস( বাংলাদেশ আওয়ামী লীগ) হারিছ মিয়া (বাংলাদেশ সুফ্রীম পার্টি বিএসবি), আব্দুল মান্নান তালুকদার (জাতীয় পার্টি), সালেহ আহমদ (বাংলাদেশ কংগ্রেস),আশরাফ আলী(তৃণমূল বিএনপি) রফিকুল ইসলাম চৌধুরী (বিকল্প ধারা বাংলাদেশ) মোট- ০৯ জন।
২২৫ সুনামগঞ্জ -২ অতেশ রঞ্জন দেব(সতন্ত্র),চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ( বাংলাদেশ আওয়ামী লীগ), মিহির রঞ্জন দাস(গণতন্ত্রী পার্টি), মিজানুর রহমান (সতন্ত্র), বর্তমান সংসদ সদস্য ডক্টর জয়া সেন গুপ্ত(সতন্ত্র),মোঃ সামছুল হক চৌধুরী (সতন্ত্র) মোট ০৬ জন।
২২৬ সুনামগঞ্জ -০৩ বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ( বাংলাদেশ আওয়ামী লীগ), মাহফুজুর রহমান খালেদ(সতন্ত্র),সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (তৃণমূল বিএনপি), তৌফিক আলী মিনার ( জাতীয় পার্টি), তালুকদার মকবুল হোসেন (জাতীয় পার্টি) মোট০৬ জন।
২২৭ সুনামগঞ্জ – ৪ ডক্টর মোহাম্মদ সাদিক( আওয়ামী লীগ), বর্তমান সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ ( জাতীয় পার্টি), ব্যারিস্টার এম এনামুল কবির ইমন(সতন্ত্র),মোঃ মোবারক হোসেন (সতন্ত্র),আবু তাহের মোঃ রুহুল ইসলাম( জাসদ),মোঃ দিলোয়ার ( ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি), দওয়ান শামসুল আবেদীন( বিএনএম),আবুল ফজল মোঃ মাসউদ ( বাংলাদেশ সুফ্রীম পার্টি বিএসপি), মোট ০৮ জন।
২২৮ সুনামগঞ্জ – ৫ বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক( বাংলাদেশ আওয়ামী লীগ), শামীম আহমদ চৌধুরী (সতন্ত্র),আশরাফ হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ)মোঃ ইয়াকুব আলী (জাকের পার্টি), আইয়ুব করম আলী(গণফোরাম),আবু সালেহ( বিএসসি), আজিজুল হক( ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি),নাজমুল হুদা(জাতীয় পার্টি), মনির উদ্দীন(জাতীয় পার্টি), হাজী আব্দুল জলিল(কৃষক শ্রমীক জনতা লীগ)সাচ্চু বিশ্বাস (বাংলাদেশ সাংস্কৃতিট মুক্তিজেট) মোট ১২ জন।
জটুডে / এ হাই