স্টাফ রিপোর্ট ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের মাদরাসা পয়েন্টের একটু অদূরে ইকড়ছই এলাকায় মইয়ার হাওরের ধানী জমির আইলের পাশে অজ্ঞাত চল্লিশ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। অগ্নিদগ্ধ ঐ নারীর শরীরের বিভিন্ন স্হানে ঝলসানাো অবস্হায় পাওয়া যায়।শতশত উৎসুক জনতার ভীর হলেও লাশটি কেউ সনাক্ত করেন নি।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় স্হানীয় লোকজন লাশ দেখে থানায় খবর দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের দক্ষিণ পাশে সীমানা প্রাচীরের নীচে ধানী জমিতে হাল্কা ঝোপের পাশে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া যায়। তবে লাশের শরীরের বিভিন্ন স্হানে অগ্নিদগ্ধ অবস্থায় দেখা যায়। খবর পেয়ে সুনামগঞ্জের পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার আবু সাঈদ, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর। ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে।লাশের শরীরের বিভিন্ন স্হানে অগ্নিদগ্ধ থাকায় সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।
জটুডে/এহাই