স্টাফ রিপোর্টারঃ
ছাতকে দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় শংকরী দে নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন।
তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ ঘটনায় শিক্ষক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতগাঁও গ্রামের বাসিন্দা বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া স্থানীয় হওয়ার সুবাদে তার উপর অর্পিত দায়িত্ব প্রায়ই ফাঁকি দিয়ে থাকে।
দায়িত্ব পালন না করেই বেতন-ভাতা ভোগ করে আসছে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে তার বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় সংশ্লিষ্ট কোন একটি কাজ করার নির্দেশ দেন প্রধান শিক্ষিকা শংকরী দে।
এতেই দপ্তরী রুবেল মিয়া ক্ষীপ্ত হয়ে প্রধান শিক্ষিকার উপর হামলা চালায়।
সে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে প্রধান শিক্ষিকা শংকরী দে কে গুরুতর আহত করে।
এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে রুবেল মিয়ার কবল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয় টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না জানান, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।