ডেস্ক রিপোর্ট ঃ বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম, ইলিয়াস আলীর সন্ধান এবং ছাত্রদল নেতা শহীদ সায়েম আহমদ সুহেল এর হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টায় বালাগঞ্জ থানার সম্মূখ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয় তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বাংলাদেশের জনসাধারণে এক বিপ্লবী নেতৃত্ব নাম। স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে জননেতা এম, ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করেছে। আমরা অবিলম্বে জননেতা ইলিয়াস আলীর সন্ধান চাই। এ ছাড়া বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল হত্যার বিচার দুরে কথা সে সময় মামলাটাও পর্যন্ত করতে দেয়া হয়নি। তাই বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রিয়নেতা এম, ইলিয়াস আলীর সন্ধান এবং সায়েম আহমদ সুহেল হত্যার দ্রুত বিচার চাই।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পশ্চিম গৌরীপুর ইউপি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল এর পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার হিসেবে বক্তৃতা করেন- সিলেট জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম, মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।