স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিক আহমদ এর ভাতিজা জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন আহমদ এর দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার বাদ আছর ভবের বাজার টার্মিনাল প্রঙ্গনে ৫শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীগনের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্ব মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন হযরত মাওলানা শায়খ এমদাদুল্লাহ সাহেবজাদায়ে কাতিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সমাজকর্মী তোফায়েল আহমদ, ইমদাদুল হোসাইন, মরহুমার ভাই রাজন আহমদ সহ আরো অনেকে।
জানাযার নামাজে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা শায়খ এমদাদুল্লাহ সাহেব জাদায়ে কাতিয়া।
প্রসঙ্গত, গত রবিবার সাবেক কাউন্সিলর মামুন আহমদ ব্রেইন স্টোক করে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।