স্টাফ রিপোর্টারঃ-
জন্ম -মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালন করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বর্নাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ,
কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক, পাটলী ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, পাইলগাও ইউপির প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিন, মিরপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়,
পৌর সভার প্রকৌশলী হেলাল উদ্দিন, সচিব সতীশ গোস্মামী, সাংবাদিক হুমায়ুন কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।