স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আছকির আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের বরাখাঁ গ্রামের মৃত রশিদ উল্ল্যার পুত্র।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কেশবপুর বাজার থেকে আছকির আলীকে গ্রেফতার করা হয়।
জানা যায়,আছকির আলী এক সময় বিএনপি এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আছকির আলী বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় আছকির আলীকে গ্রেফতার করা হয়েছে। ঐদিনই রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়।