স্টাফ রিপোর্টারঃ-
যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ -৩ আসনের মাটি ও মানুষরের নেতা কয়ছর এম আহমেদ এক যুগ পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩ টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন টিম প্রধান জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ।
মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখলুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন,
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, যুগ্ম আহবায়ক রাসেল বকস, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সহ আরো অনেকে।
এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিরপুর বাজার ও কেউনবাড়ি বাজারে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ২২ তারিখে জগন্নাথপুর পৌর পয়েন্ট আয়োজিত সংবর্ধনা সভাকে সফল করার লক্ষে লিফলেট বিতরণ করা হয়।