সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

জগন্নাথপুরে জেলা প্রশাসকঃ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর নির্দেশনা

স্টাফ রিপোর্টঃ সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নয়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।অপরাধী যেই হোক তাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৮ নভেম্ব) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে বিকেল সাড়ে তিনটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ,থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার,জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা সভাপতি সৈয়দ মসরুর আহমদ কাসেমী,জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাওছার তালুকদার।


এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া,এনডিসি মোস্তাফিজুর রহমান ইমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়, কলকলিয়া ইউনিয়ন পরিষদ,ও ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস,কমিউনিটি ক্লিনিক, জগন্নাথপুর পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পরিদর্শন কালে জনগণের সেবামূলক কাজে দক্ষতা, আন্তরিকতা,ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।

এছাড়াও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,ইন্সপেক্টর তদন্ত জয়নাল হোসেন সহ অফিসার ফোর্স জেলা প্রশাসককে উষ্ণ ফুলেল শুভেচ্ছা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শন কালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি মাদক সহ সকল প্রকার অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেষ্ট থাকার জন্য থানার অফিসার ফোর্সদের প্রতি আহবান জানান। জটুডে/এহাই

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook