স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ৩ নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
সোমবার (২ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে আওয়ামীলীগের ২০জন নেতাকর্মী জামিন প্রার্থনা করেন। এদের মধ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব খান এর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং বাকী ১৭ জনের জামিন মঞ্জুর করেছে।
জামিন প্রাপ্তরা হলেন সাজাদ খান, এমেল মিয়া, জামান আক্তার, মাহবুব হোসেন, আবুল কালাম সোহেল, আনর আলী, কাওছার আহমদ, কামরান আহমদ, কালাম মিয়া, আকমল খান, আক্তার হোসেন খান, মির্জা মাসুম হোসেন, আব্দুল হান্নান হান্দু, জিলু মিয়া, মাহমদ মিয়া, জসিম মিয়া, কপিল মিয়া।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর রাতে উপজেলার মিরপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে ৪৯জনকে আসামি করে ১৯ নভেম্বর থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।