স্টাফ রিপোর্টঃ- জগন্নাথপুর পৌর শহরের আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট ড.জিয়াউর রহিম শাহিন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন দিয়েছেন।
লেখক ও গবেষক অ্যাডভোকেট ড.জিয়াউর রহিম শাহিন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি।
শিক্ষা সহ সামাজিক কর্মকান্ডে গুণি ব্যক্তিত্ব অত্যন্ত ন্যায়পরায়ন একজন আলোকিত পুরুষ অ্যাডভোকেট ড.জিয়াউর রহিম শাহিন বলেন ১৯৯৭ সালে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং পরে দীর্ঘদিন পরিচালনা কমিটির সদস্য ছিলাম।বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে সারাদেশে স্বনাম কুড়াবে এটাই আমার প্রত্যাশা।
সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
পাশাপাশি দেশ এবং প্রবাসে বসবাসরত এলাকার সর্বস্হরের সুধীজনদের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করেন।
এদিকে অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
জটুডে /এহাই