স্টাফ রিপোর্টার
র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর এ এস পি ওবাইন এর নেতৃত্বে আভিযানিক দল রোববার (১১ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মুন্নাকে (২৫) গ্রেফতার করেছেন্। ধৃত মুন্না জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের জুনু মিয়ার ছেলে। র্যাব-৯ সিলেটের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সিলেট মেট্রোপলিটন এর মোগলা বাজার থানা এলকার আলমপুরস্থ শিক্ষা বোর্ডের সামনে পাকা রাস্তা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। মুন্না মোগলা বাজার থানার কুচাই হামিদ মিয়ার বাসায় ভাড়া থাকত। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতরকৃত মুন্নাকে মোগলা বাজার খানায় হস্তান্তর করা হয়েছে।