সুনামগঞ্জ অফিস:
“পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়” “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী। সোমবার (৭ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে লিফলেট বিতরণের মাধ্যমে মাসব্যাপী এই জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, দৈনিক হাওর অঞ্চল পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, নিউজ২৪ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন, এ কে মিলন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম মহিম, এছাড়াও বক্তব্য রাখেন, নাসিম চৌধুরী, ইকবাল হোসেন, আফজাল হোসেন, রাসেল চৌধুরী, আবু হানিফ, গোলাম সারুয়ার মাসুক, রেজাউল ইসলাম রাহি, শরিফ আহমদ, আবুল হোসেন প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, আমরা সকলে যদি সম্মিলিতভাবে সড়ক দূর্ঘটনা রোধে সচেষ্ট হই, তাহলে দেখবেন সড়কে আর কোন রকমের র্দর্ঘটনা থাকবে না। সকলকে একটা কথা মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।