লন্ডন অফিস :
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দিরাই-শাল্লাবাসীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্যে ভ্রমণরত সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম। সোমবার (২১ অক্টোবর ২০১৯) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। দিরাই উপজেলা যুলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ। দিরাই ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার আব্দুল আলী, সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সহ সভাপতি আব্দুল কাহার, আব্দুল মান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের নির্বাহী সদস্য মল্লিক শাকুর ওয়াদুদ, কামরুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তার হোসেন আতা, স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, লন্ডন মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, নিউহ্যাম আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, দিরাই ডিগ্রী কলেজ ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন সেন্টালবন্স আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হাকিম। যুগ্ম সম্পাদক জুনেদ চৌধুরী। মুক্তাদির চৌধুরী, কেন্ট জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আনছার উল্ল্যা, আমিনুল ইসলাম, আক্তার হোসেন চৌধুরী ছবি, আরশ আলী, আয়না মিয়া, আব্দুল আউয়াল, শাহ আদিল, সাব্বির আহমেদ খান, মজুমদার আলী, রোকন উদ্দিন, ফকর উদ্দিন, সরদার আমির খসরু। সামছুজ্জামান জুনু, নাজমুল হোসেন, প্রভাষক আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, সুবির তালুকদার, আব্দুল করিম, সালেহ আহমেদ, ওলিউর রহমান, হারুন রসিদ, আহমেদ ফখর কামাল, ফখর আহমেদ, আবুল কালাম চৌধুরী, আনছার আহমেদ প্রমূখ।