হোসাইন জাকির::
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর দূর্গাপুর কর্তৃক আয়োজিত ইসহাকপুর প্রিমিয়ার (আইপিএল) ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়েছে । রবিবার (০১ ডিসেম্বর) অপহ্নান্নে ইসহাকপুর দূর্গাপুর মাঠে আয়োজিত ক্রিকেট লীগের জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উদ্বোধন করেছেন মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আকমল খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে আকমল খাঁন শিক্ষার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য অংশ উল্লেখ করে বলেন সমাজ থেকে অবক্ষয় রোধে খেলাধূলার প্রতি মনোনিবেশ করতে যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি ক্রিকেট লীগ আয়োজকদের প্রতি অভিনন্দন জানিয়ে খেলায় অংশগ্রহনকৃত সকল খেলোয়ারদের প্রতি অভিনন্দন জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি হিরা মিয়া,ডা: আছকির খান, যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদ আলী , ইছমত খান, লোকমান খান, শওকত আলী, ক্রিকেটার রিয়াদ আহমেদ স্বপন, শাওন আহমেদ লিপন, আজিজুন নূর, জাকারিয়া হাবিব জিকু, সাইদ আমেদ লিপন, শাকিব খান,আহসান হাবিব অয়ন, জাহিদ খান, ফয়সল খান,রুবেল মিয়া ,মনির খান, মঈন খান, রাজিব কবির , জুম্মন খান , বাহার খান,শাকিল আহমেদ প্রমূখ। ক্রিকেটার রিয়াদ আহমেদ স্বপন জানান, ক্রিকেট লীগে ৯টি দল অংশ গ্রহন করবে। আগামীকাল (৩ ডিসেম্বর) মঙ্গলবার প্রথমার্ধে সুপার চ্যালেঞ্জার লুদরপুর বনাম সেঞ্চুরী হিটার দূর্গাপুর এবং দ্বিতীয়ার্ধে রয়েল কিংস ক্রিকেট ক্লাব বনাম ভিক্টোরী কিং দূর্গাপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।