স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর – দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ভিবিন্ন কর্মসূচিতে যোগ দিতে সিলেট ও সুনামগঞ্জে আসছেন ।
শুক্রবার ২৪ জানুয়ারি বিকেল ৪টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছবেন। মন্ত্রী শনিবার ২৫ জানুয়ারি সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ।
ওই দিন মন্ত্রী বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় যোগ দেবেন । পরদিন রবিবার ২৬ জানুয়ারি সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং সকাল ১১টায় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী ।
ওই দিন মঙ্গলকাটায় সুনামগঞ্জ মতিউর রহমান কলেজে আলোচনাসভায় যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ, বৃত্তি প্রদান ও আলোচনা সভায় যোগদান করবেন। ওইদিনই রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।