নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর কর্তৃক ২য় দফায় সুনামগঞ্জ রেডক্রিসেন্ট কার্যালয় থেকে সদর ও জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় করোনা ভাইরাস জনিত প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্থ,দরিদ্র ও কর্মহীন ৫০০পরিবারের মধ্যে ফুড প্যাকেজ(চাল-৭.৫কেজি, ডাল-১কেজি, তৈল-১লিটার, চিনি-১কেজি, লবণ-১কেজি, সুজি-০.৫কেজি) বিতরন করা হয়েছে।
বিতরন কার্যের শুভ উদ্ভোধন করেন ইউনিট কার্যনির্বাহী সদস্য মোঃএমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, যুবপ্রধান মাছুম আহমেদ, উপযুবপ্রধান-২সোয়েব আবেদীন, গনসংযোগ ও বিভাগীয় প্রধান শাহজাহান আলম সিদ্দিকী, যুবসদস্য ফারজানা আক্তার ঝর্ণা, সুমন, বন্যা, স্বর্ণা, জাকারিয়া, মামুন, অনিক, তানভীর আহমেদ রাসেল, রিয়াদ আহমদ, প্রিতম শ্যাম, নাহিদ,আপন আহমেদ প্রমুখ।