নিজস্ব প্রতিবেদক::
বৈশ্বিক মহামারী করোনায় থমকে গেছে গোটা বিশ্ব। গৃহবন্দী হয়েছেন লাখো মানুষ। বন্ধ হয়ে গেছে অনেক মানুষের আয় রোজগার। ঈদ বাজার নিয়ে বিপাকে আছেন অনেক অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবার।
ঠিক এই ক্রান্তি কালে সুনামগঞ্জ কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের স্ব উদ্যোগে ২৩ মে (শনিবার) বিকেলে শহরের হতদরিদ্র, মধ্যবিত্ত, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, সেমাই, চিনি, দুধ, আলু, তেল ইত্যাদি।
এসময়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, পৌর মেয়র নাদের বখ্ত, স্কাউটস গ্রুপের সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, জয়নাল আবেদীন, সানী প্রমুখ।
সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ বলেন, কোমলমতি স্কাউটদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের মত করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায়দের ক্ষুধার কষ্ট কিছুটা লাঘব হবে।