স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, গণমানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আবুল কালাম রাজু ।
শোক বার্তায়:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য , সিলেট জেলা ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক নেতা জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক মো: আবুল কালাম রাজু,
বদর উদ্দিন আহমদ কামরানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন সিলেট বাসীর সুখ দু:খের সারথি। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বস্থ সৈনিক হিসেবে তাঁর ত্যাগ রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তার শূন্যতা পুরন হবার নয় । তিনি বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।