স্টাফ রিপের্টার:
ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আছাবুল হক @ আসাবুলকে (৪২) পুলিশ গ্রেফতার করেছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের মছদ্দর আলীর ছেলে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মোহাম্মদ জয়নাল আবেদীন,এসআই মনিরুজ্জামান , এএসআই সমিরণ চন্দ্র দেব, এএসআই উত্তম কুমার কৈারী, এএসআই নৃপেশ চন্দ্র দেব সহ পুলিশ দল উপজেলার পাগলা কান্দিগাঁও গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট আছাবুল হককে গ্রেফতার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন জানান, কুখ্যাত মাদক সম্রাট আছাবুল হককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৮৪ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।