সুনামগঞ্জ প্রতিনিধি:-
গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চিড়া, মুড়ি,গুড়,মোমবাতি,দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,ওরস্যালাই বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নৌকাযুগে ওই সব বন্যা আশ্রয় কেন্দ্রের পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন, সুনামগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
এ সময় সদর উপজেলার ভুমি কর্মকর্তা মো: আরিফ আদনান,ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সাবেক পৌরসভার মেয়র মো: নুরুল ইসলাম বজলু, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।