সুনামগঞ্জ প্রতিনিধি::
বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।আজ বুধবার দুপুরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে বই বিতরণের আগে উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
তিনি বলেন, আমাকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের সেবা করা জন্য আমি সাহেব নয় আমি আপনাদের সেবক।
আপনারা যে কোন সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবেন কথা দিচ্ছি আপনাদের যে কোন সমস্যায় আমি আপনাদের পাশে আছি।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বয়স্ক বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।