স্টাফ রিপোর্টার::
ছাতকে আবুল কালাম হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায় ছাতক এএসপি সার্কেল বিল্লাল হোসেন সহ ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ,ওসি অপারেশন মিজানুর রহমানের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান পিপিএম , এসআই আব্দুল মান্নান, এসআই শামীম আকন্জি , এসআই জহির মিয়া, এএসআই সুমন গোপ সহ ছাতক থানা পুলিশ অভিযান পরিচালনা করে আবুল কালাম হত্যা মামলার প্রধান আসামী পীরপুর গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র নুর আলী (২০) ও মৃত মদরিছ আলীর পুত্র শাহআলমকে (২৭) গ্রেফতার করেন।
প্রসঙ্গত: সোমবার ২৪ আগষ্ট দুপুর দেড়টায় ছাতক থানার পীরপুর গ্রামের ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফাহিম আহমদ(১১) বাড়ীর ঊঠান দিয়ে বাইসাইকেল চালানোর সময় একই বাড়ী জমশেদ আলীর ছেলে নুর আলী বাধা দেয় এবং গালীগালাজ করে।
এসময় ফাহিম আহমদ এর চাচা আবুল কালাম প্রতিবাদ করলে আসামী নুর আলী তার হাতে থাকা ষ্টীলের পাইপ দিয়ে আঘাত করে । এসময় নুর আলীর অন্যান্য সহযোগিরা আবুল কালামকে এলোপাথারি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষনা করেন । এ ঘটনায় নিহত আবুল কালামের বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে নুর আলী সহ ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।