জগন্নাথপুর টুডে ডেস্ক::
ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ইউপি সদস্য শাবাজ আহমদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র নাথ এর নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশ স্থানীয় গোপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য শাবাজ আহমদ গোপাল গ্রামের হরমুজ আলীর ছেলে। পুলিশ জানায়- শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দু’জন বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামন থেকে ষোড়শী এক কিশোরীকে অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার গ্রামের এক বাসায় নিয়ে রাত ৯টায় ইউপি সদস্য শাবাজ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শাবাজের সাথে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন স্থিরচিত্র ধারণ করে। এ ব্যপারে ভিকটিম কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। (মামলা নং-০২, তাং-০৩/০৯/২০২০) নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলাটি রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন জানান- আটক আসামীকে শুক্রবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া ভিকটিমকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।