জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ) পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় আয়োজিত সভায় আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের সভাপতি গীতিকার শাহ ইয়াওর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনপ্রিয় নাট্য অভিনেতা গীতিকার জুবায়ের আহমদ হামজার পরিচালনায় বক্তব্য রাখেন,
পরিষদের উপদেষ্ঠা সাজ্জাদুর রহমান ভূইয়া, নেপুর আহমদ, শাহ গয়াছ আলী, পীর ছনা মিয়া, মঞ্জু রহমান লেবু, সফু মিয়া, মুজিবুর রহমান ভূইয়া, মফজ্জুল মিয়া, কোষাধ্যক্ষ গীতিকার মনোয়ার কাবেরী, কবির মিয়া, শায়েক উদ্দিন, আলিফ মিয়া, জমজম রশীদ, আলমগীর, গীতিকার রনক আহমদ, এস জেড বাবলু প্রমূখ।
সভায় প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব নিয়ন্ত্রনে আসার পর নবগঠিত জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের অভিষেক অনুষ্ঠান জাকজমক পূর্ণভাবে বিশাল আয়োজনে করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ম্যাগাজিনের কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়।
ম্যাগাজিনের জন্য যারা এখনো লেখা পাঠাননি আগ্রহীদের লেখা শীঘ্রই পাঠানোর জন্য অনুরোধ করা হয়। সভায় জগন্নাথপুর উপজেলার পৌর শহরের প্রাণ কেন্দ্রে পরিষদের অফিস স্থাপনের জন্য ভূমি ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়।
এতে ভূমি ক্রয়ের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদের নাম অফিসের দেয়ালে স্বর্ণাক্ষরে লিখে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরিশেষে দেশ ও প্রবাসে অবস্থানরত আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের সকল নেতৃবৃন্দ সহ বিশ^বাসীর সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন পরিষদের সভাপতি শাহ ইয়াওর মিয়া। প্রেস বিজ্ঞপ্তি