স্টাফ রির্পোটার:-
সুনামগঞ্জের সুনাম, হাওর রতœ, জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি মহোদয়ের আশু রোগ মুক্তি কামনায়, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু‘র সঞ্চালনায় মন্ত্রী এম এ মান্নানের আশু রোগ মুক্তি সহ দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম,জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন , ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম সহ আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আইয়ূব আনছারী।
জগন্নাথপুরটুডে/এহাই