স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর ব্রিটিশ -বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর-কাঠালখাইড় গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ¦ মো: আব্দুল আহাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ————-রাজিউন। ৮৩ বছর বয়েসী আলহাজ আব্দুল আহাদ মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আলহাজ¦ মো: আব্দুল আহাদের ম্যানেজার ইমরুল হোসেন বাবু জানান মঙ্গলবার ( ২৭ অক্টোবর) লন্ডন সময় বিকাল সাড়ে ৫টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেছেন। প্রবীণ এই দানশীল ব্যক্তি আলহাজ আব্দুল আহাদের মৃত্যুর সংবাদ যুক্তরাজ্যে এবং সিলেট সহ জগন্নাথপুর উপজেলায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
যুক্তরাজ্যের বেক্সলে,কেন্ট শহরের এবং জগন্নাথপুর উপজেলার জহিরপুর-কাঠালখাইড় ও সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা আলহাজ¦ মো: আব্দুল আহাদ সিলেট শহরে এতিমখানা প্রতিষ্ঠা সহ তিনি তার নিজ এলাকা এবং সিলেট বিভাগ সহ সারাদেশের বিভিন্ন এলাকার স্কুল ,কলেজ ,মাদরাসা ,ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানে ভূমি দান সহ আর্থিকভাবে অবদান রেখে গেছেন।
এছাড়াও তিনি জগন্নাথপুর ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট এবং সিলেট জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি , ডাইবেটিস হাসপাতাল, লায়ন শিশু হাসপাতাল এর আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে জড়িত ছিলেন।
শিক্ষা ও মানবতার কল্যানে নিবেদিত দানশীল ব্যাক্তি হিসেবে দেশে ও প্রবাসে সুনাম অর্জনকারী আলহাজ¦ মো: আব্দুল আহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর বিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুর, জেনারেল সেক্রেটারি হাসনাত আহমদ চুনু সহ ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দ। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।