স্টাফ রিপোর্টার:-
বিশ্ব মানবতার মুক্তির দিশারী পিয়ারা নবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়াল। এ মাসে বিশ্বনবীর শুভাগমনকে স্বাগত জানিয়ে ব্যাপক আয়োজনে বিশ্বব্যাপি উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।সকল ঈদের সেরা ঈদ ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন’ উপলক্ষে প্রতিবছরের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফতেহপুর জামে মসজিদের সামন থেকে অক্টোবর ,
আজ শুক্রবার সকাল ৮ :টায় ফতেহপুর জামে মসজিদের পবিত্র ঈদে মিলাদুলনবী (সাঃ) উদযাপন কমিটির আহবায়ক কারী সাইদুর রহমান এর পরিচালনায় ফতেহ পুর জামে মসজিদ থেকে পীরের গাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত এক মুবারক র্যালি প্রদক্ষিণ করে । এতে উপস্থিত ছিলেন পীরের গাঁও সুন্নিয়া দাখিল মাদ্রসার সহকারী মৌলভী মাও.লুৎফুর রহমান, ফতেহপুর ফুলকুড়িঁ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাও.হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক দবির আহমদ মিটাভরাং সরকারি প্রা:বিদ্যায়ের সহ.শিক্ষক শায়েক আলমগির,
রসুলগঞ্জ মাদ্রাসার সহকারী শিক্ষক আখতার হোসেন,হাফিজ নাসির উদ্দিন, হাফিজ নজরুল ইসলাম, হাফিজ আমিনুল ইসলাম, দরছ আলী, ইমান উদ্দিন ইমন,জাহিদুল ইসলাম, সজিব আহমেদ, কাওছার আহমদ, জুবায়ের আহমদ, কাওছার আহমদ, সফু মিয়া, রিমন আহমদ, জাহিদুল ইসলাম, আকিকুল ইসলাম, সোহাগ মিয়া সহ প্রমুখএবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।