স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী‘র মা হাজি কাছুনি বিবির দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মরহুমার আলী মঞ্জিলস্থ বাসভবনে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিগনের অংশ গ্রহনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে হবিবপুর দক্ষিন পাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজ পূর্ব মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু। এসময় মরহুমা হাজি কাছুনি বিবির ছেলে হাজি তছির আলী, ছিদ্দেক আলী, সজ্জাদ আলী, আজাদ আলী তাদের মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামির ইমামতিতে জানাযার নামাজে জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেযর-২ সোহেল আহমদ, কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, বাড়ি জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক কামালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম পীর, সৈয়দ মনোয়ার আলী, বিএনপি নেতা আবিবুল বারি আয়হান সহ বাড়ি জগন্নাথপুর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগন এবং সাংবাদিক ,ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিগন জানাযার নামাজে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত :: জগন্নাথপুর পৌর শহরে বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের ইসি মেম্বার হাজি তছির আলী , ব্যবসায়ী ছিদ্দেক আলী, যুক্তরাজ্য প্রবাসী সজ্জাদ আলী, ব্যবসায়ী আজাদ আলী ও স্পেন প্রবাসী জুনাব আলীর মা হাজি কাছুনি বিবি (৭৫) মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাচঁ ছেলে , নাতি-নাতনীন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
জটুডে/এহাই