স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে শ্রমিক লীগের পৌরসভা ও ৮টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক ও সদস্য সচিব জাহির উদ্দিন কমিটির বিলুপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৪ নভেম্বর উপজেলা শ্রমিকদের এক জরুরীসভা জগন্নাথপুর পৌরসভা এবং উপজেলার আটটি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এসব কমিটির অনেকদিন ধরে দলীয় কোন কার্যক্রম না থাকায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়। তবে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে তাঁরা জানান।
প্রসঙ্গত,২০১৮ সালে জগন্নাথপুর পৌরসভা, উপজেলার কলকলিয়া, পাটলী, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন শাখার শ্রমিকের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।