স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে পৌর শহরের আঞ্চলিক মহা সড়ক থেকে হবিবনগর এলাকার যুক্তরাজ্য প্রবাসী কবেল মিয়ার বাসামূখী সড়কের আরসিসি পাকাঁ করণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (৯ নভেম্বর ) সকাল সাড়ে ৯টায় পাকাঁ করণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
নির্বাচিত হওয়ার পর এই প্রথম পৌর শহরের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন তারণ্যের অহংকার নান্দনিক পৌরসভা গঠনের স্বপ্নদ্রষ্টা মেয়র মিজানুর রশীদ ভূইয়া। কাজের উদ্বোধন শেষে তিনি বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় ৫০ কোটি টাকা প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কাজ শীঘ্রই শুরু করা হবে। আধুনিক পৌরসভা বির্নিমাণে সময় মতো পৌর কর পরিশোধ সহ উন্নয়ন কাজে সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, বিশিষ্ট শালিষী ব্যক্তিত্ব আব্দুল হাশিম , পাইলগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, ইসহাকপুর পাবলিক হাইস্কুলের শিক্ষক রাসেল তালুকদার, ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর কনস্ট্রাকশনের সত্তাধিকারি ছায়াদ আহমদ ভূইয়া, পৌরসভার ভারপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী পুলক রায় , কার্যসহকারি রফিকুল ইসলাম , ছাত্রলীগ নেতা রিপন আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জটুডে/এহাই