স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চিত্রশিল্পী প্রণব বণিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপি ৭তম দ্বি-বাষিক চিত্র প্রদশর্নী আজ রোববার ( ২২ নভেম্বর) থেকে শুরু হয়েছে।
জগন্নাথপুর আর্ট স্কুলের আয়োজনে সকাল ১১টায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজলের সভাপতিত্বে ও শিক্ষিকা শিপা বেগম এবং কুশল কান্তি রায়ের যৌথ পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, চিত্র শিল্পী রুহুল আমিন তারেক, প্রয়াত প্রণব বণিকের পুত্র মৃনাল বনিক সহ আরো অনেকে।