সুনামগঞ্জ প্রতিনিধি:-
বৃহৎ সংগঠন ‘সাস্টিয়ান ইন সুনামগঞ্জ’-এর উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ২২ নভেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবরের সভাপতিত্বে , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের এজিএম মৃন্ময় চক্রবর্তী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিত চক্রবর্তী প্রমূখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সাস্টিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সমীর বিশ্বাস অত্যন্ত সফলতার সাথে বিগত ৩ বছরেরও বেশি সময় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তিনি ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’-এ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। সাস্টিয়ান ইন সুনামগঞ্জ-এর সকল মানবিক সহায়তামূলক কাজে সঠিক দিকনির্দশনা দিয়ে গেছেন প্রতিনিয়ত। যে কারণে ‘সাস্টিয়ান ইন সুনামগঞ্জ’ সর্বদা কৃতজ্ঞ থাকবে।
সমীর বিশ্বাস ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’-এর উপ-পরিচালক হিসেবে সিলেটে যোগদান করবেন।