স্টাফ রিপোর্টার:-
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্মে সাম্প্রদায়িকতার স্থান নেই। যারা এ এলাকার শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়েছে, যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, তারা দেশ ও জাতির শত্রু। এই
অপরাধের ক্ষমা নেই। অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরও বলেন, ভাটি অঞ্চলের একমাত্র বোরো ফসল কৃষকের ঘরে তুলতে সরকার হার্ভেস্ট মেশিনসহ যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে হাওরের ফসল তুলতে সহায়তা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপসহকারী কমিশনার (ভূমি) প্রদীপ শীল, দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, শিবলী আহমেদ বেগ, আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ প্রশাসনের কর্মকর্তারা। সভা শেষে কৃষককের হাতে হার্ভেস্ট মেশিনের চাবি তুলে দেন অতিথিবৃন্দ।