লন্ডন অফিস:
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পূর্বলন্ডনে জাতীয় পতাকা হস্তান্তর ও উত্তোলন যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে।
পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার প্রাঙ্গনে বাংদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিম টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হুসাইন এর কাছে বাংলাদেশের জাতীয় পতাকা হস্তান্তর করেন এবং পরে শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় |
শুক্রবার (২৬ মার্চ ২০২১) লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্দোগে আয়োজিত আলতাব আলী পার্কের এ সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে শ্রদ্বা জানাতে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস এবং আটর্স ও কালচারের লিড মেম্বার কাউন্সিলার সাবিনা আখতার সহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ |