-
- প্রবাস
- লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আহবাব হোসেন দ্বিতীয় বারের মত স্পীকার নির্বাচিত হয়েছেন
- Update Time : May, 21, 2021, 9:37 pm
- 536 View
যুক্তরাজ্য অফিস :
যুক্তরাজ্যে বাংলাদেশী বাঙালি অধ্যুষিত লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয় বারের মত স্পীকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন।
বুধবার (১৯ মে ২০২১) পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফুল মিটিংয়ে তাকে দ্বিতীয় বারের মত এ দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি ২০২০ সালে স্পীকারএবং ২০১৯ সালে ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় মেয়াদ স্পীকার নির্বাচিত হয়ে কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাউন্সিরার আহবাব হোসেন।
অন্যদিকে দ্বিতীয় বারের মত ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার জেনেট রহমান। এদিকে প্রথমবারের মত পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টারে কাউন্সিলের ফুল মিটিং অনুষ্ঠিত হয়েছে। তবে জায়গা সংকুলানের অভাবে বহু কাউন্সিলার ভাচুর্য়ালি অংশনেন।
এদিকে স্পীকার ও ডেপুটি স্পীকারকে ধন্যবাদ জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস।
এ জাতীয় আরো খবর