স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের নিজস্ব ভবন নির্মাণে ভূমি ক্রয়ের জন্য অর্থ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ব্যক্তি কর্তৃক ঘোষিত ৮লক্ষ টাকার মধ্যে এ পর্যন্ত নগদ ৪লক্ষ টাকা সংগৃহিত হয়েছে। অবশিষ্ঠ অর্থ পর্যায়ক্রমে প্রদানের আশ^াস দিয়েছেন অনুদান ঘোষিত বিশিষ্ঠজনেরা। ইতোমধ্যে পরিষদের নানাবিধ কার্যক্রম এবং নিজস্ব কার্যালয় স্থাপনের উদ্যোগটি ব্যাপকভাবে সাড়া পড়েছে।
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের নানান কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়িত হওয়ায় পরিষদের সভাপতি গীতিকার শাহ ইয়াওর মিয়া, সাধারন সম্পাদক গীতিকার জুবায়ের আহমদ হামজা, ট্রেজারার গীতিকার মনোয়ার কাবেরী, সাংগঠনিক সম্পাদক গীতিকার মির্জা রুহুল আমিন সহ পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়েছেন মরমী সাধক কবি, গীতিকার, শিল্পী, গুনীজন ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গনমাধ্যম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সোমবার (২১ জুন ) পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের টাওযারহ্যামলেট স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন। জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের সভাপতি গীতিকার শাহ ইয়াওর মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গীতিকার জুবায়ের আহমদ হামজার পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক রহমত আলী,
জান্নাতুল ইসলাম বাবুল, নেপুর আহমদ, কবি মঞ্জুর রহমান লেবু, শাহ ফয়েজ আহমদ, আতাউর রহমান, আলমগীর হোসেন, শাহ গয়াছ মিয়া, আলিফ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুর মিয়া, মো: বাছিত প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: নুরুল হক।
জ.টুডে/ আব্দুল হাই