র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (১৬ জুলাই) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী নবীগঞ্জ উপজেলার হালিতোলা গ্রামের নছর উদ্দিনের ছেলে মো: খালেদ (৩০)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ১শ ৭০ পিছ ইয়াবা ট্যাবালেটসহ মাদক ব্যবসায়ী খালেদকে আটক করা হয়। আটককৃত আসামী হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মাদক বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তি
জ. টুডে ১৭ জুলাই১৮/ এইচ কে