স্টাফ রিপোর্টার:-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অভিযানে গাজা সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব -৯ সিলেট-এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার ( ২১ আগস্ট) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট সদর ক্যাম্প-এর একটি আভিযানিক দল মেজর মো: মঈনুল ইসলাম এবং সিনিয়র এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে
এস এমপি সিলেট এর জালালাবাদ থানার তারাপুর চা বাগান রোডস্থ পার্কভিউ আবাসিক এলাকায় গেইটের ডান পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের সালাম মিয়ার ছেলে রূপচান আহমদ (২৪), সুনামগঞ্জ সদর উপজেলার গোবিনপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে রাসেল আহমদ (১৯),
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনেরচর গ্রামের আক্কাস আলীর ছেলে রাজন আহমদ (২৩), এসএমপির কোতয়ালী থানার মজুমদারপাড়া, ঘাসিটুলা বি-ব্লক শেখ ঘাট এলাকার কুদ্দুছ আহমদের ছেলে নাজমুল আহমদ (১৮) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামের অলিউর রহমান সাজুর ছেলে মোসাব্বির আহমদকে (১৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সিলেট এসএমপির বিভিন্ন এলাকায় বসবাস করে আসছে। এসময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামত সহ সিলেট এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।