স্টাফ রির্পোটার:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী(সিলেট ক্যাম্প) দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রফেতারকৃত মাদক ব্যবসায়ী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ছৈয়া দরবস্ত বাজার গ্রামের ফজলুর রহমানের ছেলে রিমন আহমদ রিপন(২০) ও একই উপজেলার ভিত্রিখেল চতুলবাজার গ্রামের আব্দুল করিমের ছেলে শরিফ আহমদ (২১)।
র্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান (সোমবার ৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় র্যাব-৯ সদর কোম্পানী(সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার-এর
নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর দক্ষিণসুরমার ক্বিনব্রিজ-এর পশ্চিম পার্শ্বে তাসলিম এন্টার প্রাইজ এর সামনে ঢালাই জায়গার ওপর অভিযান পরিচালনা করে ৬৬৫পিস ইয়াবাসহ মদক ব্যবসায়ী রিপন মিয়া ও শরিফ আহমদকে গ্রেফতার কারা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/৪১ধারামূলে মামলা দায়ের পর ধৃত আসামীদের জব্দকৃত আলামত সহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।