স্টাফ রির্পোটার:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী(সিলেট ক্যাম্প) জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রফেতারকৃত মাদক ব্যবসায়ী সিলেট জেলার গোয়ানইঘাট উপজেলার নলজুরি আমস্বপন গ্রামের ওহাব আলীর ছেলে মুনসুর মিয়া (৪২)।
র্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান (সোমবার ৬ সেপ্টেম্বর) পৌনে ১১টায় র্যাব-৯ সদর কোম্পানী(সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মঈনুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সিলেট টু জাফলং রোড তামাবিল রোডের আর্দশ গ্রাম বাজারের নুরা কাসার দোকানের বিপরীতে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা কওে বিদেশী মদ সহ মুনসুর মিয়াকে গ্রেফতার কারা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) ধারামূলে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।